নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকায় ইস্টার্ণ ব্যাংক লিমিটেডের (ইবিএল) এটিএম বুথ লুট ও নিরাপত্তাকর্মীকে খুন করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে এ ঘটনা ঘটে। নিহত নিরাপত্তা কর্মীর নাম নুরুন্নবী। সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে ক্যান্টনমেন্ট থানা পুলিশ। ক্যান্টনমেন্ট থানার ডিউটি অফিসার এএসআই উম্মে সালমা বলেন, ঘটনাস্থলে পুলিশের টিম গেছে। কেন, কারা কীভাবে নিরাপত্তাকর্মীকে খুন করেছে তা জানার চেষ্টা চলছে। এ বিষয়ে ক্যান্টনমেন্ট থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন হাওলাদার জানান, রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটেছে। সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়। তিনি বলেন, লুট হওয়া টাকা উদ্ধার এবং হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে ইতোমধ্যে পুলিশ অভিযান শুরু করেছে।