স্টাফ রিপোর্টার: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ছাত্রদলের সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জুকে আটক করেছে পুলিশ। নাশকতামুলক কর্মকান্ডের অভিযোগে দায়ের করা মামলায় বুধবার মধ্যরাতে সিংগাইরের গোবিন্দল এলাকা থেকে মঞ্জুকে আটক করা হয় এবং বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠায় পুলিশ। সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন জানান, গোবিন্দল এলাকায় বুধবার রাতে নাশকতামুলক কর্মকান্ডের উদ্দেশ্যে গোপনে বৈঠক করছিল মঞ্জু।এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই রাতে মঞ্জুকে আটক করা হয় এবং বৃহস্পতিবার দুপুরে নাশকতার মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।