স্টাফ রিপোর্টার: পঞ্চম শ্রেণির শিক্ষার্থী গণধর্ষনের আসামীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে মানিকগঞ্জের বিভিন্ন সামাজিক সংগঠন । এক সপ্তাহ আগে ধর্ষনের ঘটনা ঘটলেও আসামীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। সোমবার সকাল ১০ টার দিকে মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে জাতীয় মহিলা সংস্থা আয়োজনে বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যানারে আসামীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে ঘন্টা ব্যাপি মানববন্ধন কর্মসূচি পালিত হয়। জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নারী নেত্রী লক্ষ্মী চ্যার্টাজির সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি দীপক ঘোষ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃস্ট্রান মহিলা ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক দীপালী চক্রবর্তী, অধ্যক্ষ হোসনে আরা বেগম, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, উদীচীর সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। উল্লেখ্য গত ২২ মে মঙ্গলবার রাত ৮টার দিকে ঘিওর উপজেলার কলতা গ্রামে আত্মীয় বাড়িতে পূজা দেখতে গিয়ে পঞ্চম শ্রেনির এক শিক্ষার্থী গণধর্ষনের শিকার হয়। ওই এলাকার জনি, রুবেল ও শহিদুলকে স্থানীয় লোকজন ধর্ষনের সময় হাতে নাতে আটক করে। পরে স্থানীয় এক ইউপি সদস্য আপোষ মিমাংশার কথা বলে আসামীদের ছেড়ে দেয়। ঘটনার দুই দিন পর নির্যাতনের শিকার ওই শিক্ষার্থীর মা ঘিওর থানায় তিনজনকে আসামী করে মামলা করেছেন।