স্টাফ রিপোর্টার: মানিকগঞ্জের ঘিওরে গরীব অসহায় ও দুঃস্থদের মাঝে কাপড় বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার সিংজুরী ইউনিয়নের খাগ্রাটা গ্রামে কাপড় বিতরণ করেন স্থানীয় সংদস সদস্য এএম নাঈমুর রহমান দূর্জয় এমপি। এসময় উপস্থিত ছিলেন এএম নাঈমুর রহমান দূর্জয় এমপির মা নারী নেত্রী নিনা রহমান,তার সহর্ধমিনী হ্যাপী রহমান ও জেলা আওয়ামীলীগের সাংগঠানিক সম্পাদক তায়েবুর রহমান টিপু প্রমুখ।এসময় সিংজুরী ইউনিয়নের সাড়ে ৩ হাজার মানুষের মাঝে এ কাপড় বিতরণ করা হয়।