স্টাফ রিপোর্টার:মানিকগঞ্জ সদর উপজেলা জাগীর ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে জাগীর ইউনিয়ন পরিষদের ২০১৮-২০১৯ অর্থ বছরের ১ কোটি ৬২ লাখ ২৯ হাজার ৮৭১ টাকার বাজেট ঘোষনা করা হয়। উদ্বৃত্ত এই বাজেটে কর আরোপ বৃদ্ধিসহ গ্রামীন রাস্তা ঘাট, ভৌত অবকাঠামো ও সামাজিক নিরাপত্তা উপর বেশী গুরুত্ব আরোপ করা হয়েছে। জাগীর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেনের সভাপতিত্বে ২০১৮-২০১৯ অর্থ বছরের বাজেট ঘোষনা করেন ইউপি সচিব নূরুজামান। বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখানে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আবদুল মতিন। এছাড়া বক্তব্য রাখেন এলজিএসপির জেলা ফ্যাসিলিটেটর আক্তারুজামান, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, এনজিও কর্মকর্তা শাহিনুর রহমান, ইউপি সদস্য রেজাউল করিম মন্টু, শিউলী আক্তার প্রমূখ। এবারের বাজাটে গ্রামীন রাস্তা ঘাট, কার্লভাট, বাজার উন্নয়ন, ড্রেন ও শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়নসহ ৭৬টি প্রকল্প রাখা হয়েছে।