স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার ধল্লা এলাকায় অভিযান চালিয়ে তিনটি ইটভাটাকে তিন লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বুধবার দুপুরে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। ভাটা তিনটি হলো- সিঙ্গাইর উপজেলার ধল্লা এলাকার সুপার বিকস্ কোম্পানি লিমিটেড, এএমসিও বিকস্ কোম্পানি লিমিটেড এবং ডিএমসিও বিকস্ কোম্পানি লিমিটেড। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল আমার নিউজকে জানান, ইটপ্রস্তুত ও ভাটা স্থাপন আইন অনুযায়ী প্রতিটি ইটের সাইজ হবে দৈর্ঘ্য ১০ ইঞ্চি ও প্রস্থ পাঁচ ইঞ্চি। তবে ওই তিনটি ভাটায় নির্ধারিত সাইজের চেয়ে ছোট সাইজের ইট প্রস্তুত করে আসছে। এটি ভোক্তাদের সঙ্গে একধরণের প্রতারণা। এ কারণে ভাটা তিনটির প্রত্যেকটিকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিক পরিশোধ করেছেন ভাটা তিনটির মালিকরা বলেও জানান সহকারী পরিচালক রুমেল।