মো: আকতার হোসেন
ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয় উপজেলার মহাদেবপুর বাস-স্ট্যান্ডে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১০জন আহত হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, পাটুরিয়াগামী সোনারতরী পরিবাহনের একটি বাস বিপরীত গামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের কমপক্ষে ১০ যাত্রী আহত হয়। পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। পুলিশ আরও জানায় ওই বাস ও ট্রাক জব্দ করা হলেও চালকদের আটক করতে পারেনি পুলিশ।