1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১১:৩৯ পূর্বাহ্ন

৫ম বর্ষপূর্তি উদযাপন করল মিডল্যান্ড ব্যাংক

  • প্রকাশের সময় : বুধবার, ২০ জুন, ২০১৮
  • ১৫৯৮ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার
দেশের চতুর্থ প্রজন্মের বেসরকারি মিডল্যান্ড ব্যাংক লিমিটেড ৬ষ্ঠ বর্ষে পদার্পন করেছে। এ উপলক্ষে বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ে কেক কাটা হয়। অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান এম মনিরুজ্জামান খন্দকার, উদ্যোক্তা পরিচালক কাজী জাফরউল্লাহ, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আহসান-উজ জামানসহ অন্যান্য ঊর্ধতন নির্বাহীরা উপস্থিত ছিলেন। মো. আহসান-উজ জামান বলেন, বিগত সময়ে ব্যাংক বিভিন্ন শ্রেণি ও পেশার গ্রাহকদের জন্য উদ্ভাবনীয় ও আকর্ষণীয় বিভিন্ন আমানত ও ঋণ প্রকল্প উদ্ভাবনের পাশাপাশি বিভিন্ন আধুনিক ব্যাংকিং সেবা যথা ইন্টারনেট ব্যাংকিং, এসএমএস ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং, মোবাইল অ্যাপস, এটিএম, ইভিএম নিরাপত্তা সম্বলিত ভিসা ডেবিট, ক্রেডিট, প্রিপেইড কার্ড, ২৪/৭ কন্ট্যাক্ট সেন্টার সেবা চালু করেছে। তিনি আরও বলেন, আর্থিক অন্তর্ভুক্তির বিষয়টি মাথায় রেখে এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনকে ব্যাংকিং সেবার আওতায় আনার লক্ষ্যে মিডল্যান্ড ব্যাংক এজেন্ট ব্যাংকি কার্যক্রম চালু করেছে। নিকট ভবিষ্যতে ব্যাংক তার নিজেস্ব শাখা ও এজেন্ট শাখা সম্প্রসারনের পাশাপাশি আরও নিত্য নতুন ব্যাংকিং প্রোডাক্টস ও সেবা নিয়ে এগিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন। ৫ম বর্ষপূর্তি উপলক্ষে ব্যাংকের সব শাখায় গ্রাহক সমাবেশের মাধ্যমে ৫ম বর্ষ পুর্তি উৎযাপন করা হয়।

 

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury