1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৫:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
คาสิโนออนไลน์ที่ดีที่สุดในโคลอมเบีย เว็บไซต์คาสิโนท้องถิ่นของโคลอมเบีย মানিকগঞ্জে তনুশ্রী রায় এর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে চলছে তিন দিন ব্যাপী তারুণ্য মেলা মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের মিটমাট হলো থানায় বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ মানিকগঞ্জ জেলা কমিটির দ্বি-বার্ষিক সম্মেলন ইসলামী ছাত্র আন্দোলন মানিকগঞ্জ জেলা সম্মেলন অনুষ্ঠিত বিএনপি’র বিরুদ্ধে অহেতুক দোষারোপ করা হচ্ছে- আফরোজা খান রিতা Các doanh nghiệp đánh bạc di động lớn nhất Hơn 140 trang web chơi game di động trực tuyến tốt hơn năm 2024 মানিকগঞ্জ খান বাহাদুর আওলাদ হোসেন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্ণীতির অভিযোগ সিংগাইরে সিসিডিবি’র উদ্যোগে কম্বল বিতরণ

৭০ বছরে পদার্পণ করলো আওয়ামী লীগ

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ জুন, ২০১৮
  • ১২৪২ বার দেখা হয়েছে
৭০ বছরে পদর্পণ করলো আওয়ামী লীগ
স্টাফ রিপোর্টার : উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৪৯ সালের ২৩ জুন  হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শামসুল হক ও  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে  তৎকালীন আওয়ামী মুসলিম লীগ তথা আজকের আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়।গত এই ৭০ বছরে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে দলটির যথেষ্ট অর্জন রয়েছে।  ১৯৪৮ সালে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষার দাবিতে সূচিত ভাষা আন্দোলন থেকে শুরু করে আইয়ুববিরোধী আন্দোলন, ’৬২ ও ’৬৪-এর শিক্ষা আন্দোলন, ’৬৬-এর ঐতিহাসিক ৬-দফা আন্দোলন, ’৬৮-এর আগরতলা ষড়যন্ত্র মামলা, ’৬৯-এর গণঅভ্যুত্থান, ৬-দফাভিত্তিক ’৭০-এর নির্বাচনে ঐতিহাসিক বিজয় ও ’৭১-এ সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাঙালির হাজার বছরের স্বাধীনতার স্বপ্ন-আকাক্সক্ষা পরিপূর্ণতা লাভ করে আওয়ামী লীগের হাত ধরে। আওয়ামী লীগের উদ্যোগেই মাতৃভাষা বাংলা পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষার আনুষ্ঠানিক রাষ্ট্রীয় মর্যাদা লাভ করে। ২১ ফেব্রুয়ারি ঘোষিত হয় জাতীয় ছুটির দিন ‘শহিদ দিবস’। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা এবং ৩ নভেম্বর কারাগারের অভ্যন্তরে চার জাতীয় নেতাকে হত্যার পর সামরিক শাসনের নির্যাতন আর নিপীড়নের মধ্যে পড়ে ঐতিহ্যবাহী দলটি।নেতাদের মধ্যেও দেখা দেয় বিভেদ। ১৯৮১ সালের ১৭ মে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দলীয় সভাপতি হিসেবে দেশে ফিরে কয়েক ভাগে বিভক্ত আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করেন। আন্দোলন শুরু করেন সামরিক শাসক এইচএম এরশাদের বিরুদ্ধে। ২১ বছর পর ১৯৯৬ সালের নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করে।আওয়ামী লীগের নেতৃত্বেই যুদ্ধাপরাধীদের বিচার ও রায় কার্যকর, বঙ্গবন্ধু হত্যার বিচারের রায় কার্যকর, নারীর ক্ষমতায়ন, পার্বত্য শান্তিচুক্তি, মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমার চুক্তি, ভারতের সঙ্গে ছিটমহল বিনিময় ও স্থলসীমান্ত চুক্তি, কৃষি উৎপাদন বৃদ্ধি, উন্নয়নে গতিশীলতা, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষার প্রসার, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, কর্মসংস্থান, বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা বেষ্টনী, খাদ্য নিরাপত্তা, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন ক্ষেত্রে যুগান্তকারী উন্নয়নের ফলে বিশ্বের বুকে বাংলাদেশকে একটি আত্মমর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ইতোমধ্যে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল রাষ্ট্রে উন্নীত হয়েছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ সফলভাবে উৎক্ষেপণ এবং সাবমেরিনের মালিকানা অর্জনের মধ্য দিয়ে জল-স্থল-মহাকাশ জয় করেছে বাংলাদেশ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাঙালির যত শ্রেষ্ঠ অর্জন রয়েছে, তার পেছনে নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ।১৯৪৯ সালের ২৩ জুন প্রতিষ্ঠিত আওয়ামী লীগ মূলত ছিল বাঙালিদের দল এবং বাংলাভিত্তিক রাজনৈতিক দল। আওয়ামী লীগ কখনো সর্বপাকিস্তানভিত্তিক রাজনৈতিক দল হতে চায়নি। আওয়ামী লীগ প্রতিষ্ঠার মূলে ছিল বাংলা ভাষাভিত্তিক জাতি প্রতিষ্ঠার স্বপ্ন। দীর্ঘ ৭০ বছর ধরে আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিতে সমজনপ্রিয়তা নিয়ে এবং প্রভাব নিয়ে টিকে আছে। এটার মূলে হলো এই দলের কতকগুলো বৈশিষ্ট্য। একটা হলো আওয়ামী লীগ মানে জনগণের ঐক্যবদ্ধ সংগঠন। আওয়ামী লীগ এই ৭০ বছরে সব সময় জনগণের পাশে থেকে জনগণের আশা আকাক্সক্ষাকে ধারণ করে পথ চলেছে। এই ৭০ বছরের পথচলায় কোনোকিছুই চ্যালেঞ্জ ছাড়া কল্পনা করা যায় না। আওয়ামী লীগের নেতৃত্বকে বিভিন্ন সময় ৭ দশকে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করেই এগোতে হয়েছে।

 

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury