1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৮:২৫ পূর্বাহ্ন

স্মার্ট বডি জিম এন্ড সুইমিং ক্লাবের উদ্যোগে মশার উপদ্রব রোধে আগাছা পরিস্কার পরিচ্ছন্ন অভিযান

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ জুন, ২০১৮
  • ১৫২৭ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার

মানিকগঞ্জ শহরের বান্দুটিয়ায় এলাকায় স্মার্ট বডি জিম এন্ড সুইমিং ক্লাবের উদ্যোগে  মশার উপদ্রব রোধে আগাছা পরিস্কার পরিচ্ছন্ন অভিযান-২০১৮ ইং  অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বান্দুটিয়ায় প্রতিষ্ঠানের সামনে থেকে পরিচ্ছন্ন  অভিযান শুরু হয়।  এসময় উপস্থিত ছিলেন পৌরসভার  স্থানীয় নারী সংরক্ষিত কাউন্সিল ডা: জেসমিন আক্তার, স্মার্ট বডি জিম এন্ড সুইমিং ক্লাবের কায্যকরী কমিটির সভাপতি মো: আলমগীর কবির, সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক, সংগঠনের উপদেষ্ঠা অধ্যাপক তাহমিনা পারভীন, বাংলাভিশন টেলিভিশন ও দৈনিক ভোরের ডাক পত্রিকার মানিকগঞ্জ প্রতিনিধি ও জেলা সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক মো: আকরাম হোসেন, সংগঠনের সদস্য জোবেদা খাতুন, লিজা, জেসমিন সুলতানা, রোকেয়া, মো: জাহিদুল ইসলাম (আলিফ),জান্নাতুল কবির, মো: মাহমুদুল হাসান, রবিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান পিয়াস প্রমুখ।স্মার্ট বডি জিম এন্ড সুইমিং ক্লাবের স্বেচ্ছাসেবী আলামিন,হিজবুল্লাহ,জান্নাত,শাওন, জিহাদ,সিয়ামসহ অন্যান্য যুবকরা বান্দুটিয়া সড়ক, ম্যাজিস্ট্রেট কোয়াটার এলাকা, বায়তুল হামদ জামে মসজিদসহ বিভিন্ন রাস্তার পাশের আগাছা পরিস্কার পরিচ্ছন্ন করেন।

স্মার্ট বডি জিম এন্ড সুইমিং ক্লাবের সভাপতি মো: আলমগীর কবির  তার বক্তব্যে বলেন, এই সময়ে মশার উপদ্রব বেশি থাকে। তাই সংগঠনের পক্ষ থেকে মশার উপদ্রব রোধে রাস্তা ও  বাড়ীর পাশের আগাছা পরিস্কার পরিচ্ছন্ন অভিযানের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরোও বলেন, বর্তমানে মোবাইল গেমস ও ফেসবুকের ব্যবহার মাদকের চেয়েও ভয়ংকর ও ক্ষতিকর। বিশেষ করে যুবক ও বাচ্চাদের মধ্যে এর নেশা পরিহার করতে না পারলে ভবিষ্যত প্রজন্ম শিক্ষা, স্বাস্থ্য ও ধর্মহীন  হয়ে পড়বে। তাই এর অপব্যবহারে আমাদের  সকলকে আরোও বেশি সচেতন হতে হবে।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury