1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:০১ অপরাহ্ন

মানিকগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ৯

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ জুলাই, ২০১৮
  • ১১৬৫ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার: মাদকদ্রব্য সেবন ও বিক্রির সঙ্গে জড়িত থাকার দায়ে মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় আটকদের কাছ থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়। সোমবার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত পৃথক অভিযানের মাধ্যমে তাদেরকে আটক করা হয়। জেলা পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার হামিদুর রহমান  বিষয়টি নিশ্চিত করে  জানান, মাদকদ্রব্য সেবন ও বিক্রির সঙ্গে জড়িত থাকার দায়ে জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদেরকে আটক করে পুলিশ। এ সময় আটকদের নিকট থেকে ৪৫ গ্রাম হেরোইন, ১৭০ গ্রাম গাঁজা, দেশি মদ ৪০ লিটার, বিদেশি মদ ৮ বোতল, বিয়ার ক্যান ৪৮ পিস এবং ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জিআর পরোয়ানায় ২০ জন এবং সিআর পরোয়ানায় ১৫ ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।  অপরদিকে মাদক সেবনের দায়ে ঘিওরে সোহেল নামে এক যুবককে তিন হাজার টাকা জরিমানা করেন সংশ্লিষ্ট ভ্রাম্যমাণ আদালত।

 

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury