স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার কৈট্টা প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র্রে স্কলারশীপ নিয়ে চীনে ইঞ্জিনিয়ারিংসহ বেশ কয়েকটি বিষয়ে উচ্চতর ডিগ্র্রী অর্জন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ফারজিন নামের একটি প্রতিষ্ঠান ওই মতবিনিময় সভার আয়োজন করে। ফারজিনের সিইও মো. নাজমুল হকের উপস্থাপনায় চীনের জিজিয়াং ইউনিভার্সিটি অব সাইন্স এ্যান্ড টেকনোলজির ডীন ফেং শাওমং, সফর সঙ্গী তাওজিয়াং, প্রফেসর ফজলুল হক, সাটুরিয়ার ধানকোড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল হক এবং সাধারণ সম্পাদক সৈয়দ আনোয়ার হোসেন মহন সহ সংশ্লিষ্ট অনেকেই উপস্থিত ছিলেন । এসময় বক্তারা জানান, অল্প খরচে স্কলারশীপের মাধ্যমে চীনের জিজিয়াং বিশ^বিদ্যালয়ে বেশ কয়েকটি বিষয়ে ইঞ্জিনিয়ারিং ও মেডিকেলে উচ্চতর পড়াশুনার সুযোগ করে দিচ্ছে ফারজিন নামের প্রতিষ্ঠান। চীনে উচ্চতর ডিগ্রী নিতে ফারজিন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে যোগাযোগের জন্যেও অনুরোধ করা হয় ওই সভার মাধ্যমে।