1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:২৪ অপরাহ্ন

দৌলতপুরে ছাত্রলীগ সভাপতির উপর হামলা: দুই নেতাকে বহিস্কার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ জুলাই, ২০১৮
  • ১০৮১ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার;

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন রুবেলের উপর ছাত্রলীগের অপর পক্ষের হামলার ঘটনায় দুই নেতাকে বহিস্কার করেছে জেলা ছাত্রলীগ। বৃহস্পতিবার জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদকের সাক্ষরীত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে মতিলাল ডিগ্রী কলেজের সহ-সভাপতি এস.এম আতোয়ার রহমান ও চক মিরপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো: জাহিদুল ইসলাম কে বহিস্কারের তথ্য নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় দৌলতপুর থানায়  আহত ছাত্রলীগ সভাপতি রুবেলের ছোট ভাই জাহিদুল ইসলাম বাদী হয়ে আতোয়ার ও জাহিদুল সহ পাঁচ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছে। এ বিষয়ে আব্দুল্লাহ আল মামুন রুবেল জানান, বুধবার দুপুরে দৌলতপুর উপজেলা চত্বর থেকে আতোয়ার ও জাহিদুল বাহীনি তার উপর পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালায়। পরে আশেপাশের মানুষের হৈ-চৈ শুনে হামলাকারীরা পালিয়ে গেলে স্থানীয়দের সহযোগীতায় তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। অভিযুক্ত মতিলাল ডিগ্রী কলেজের সহ-সভাপতি এস.এম আতোয়ার রহমানের সাথে যোগাযোগ করলে তিনি জানান, নেশাগ্রস্তদের তারা করা নিয়ে তাদের দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়েছে তবে মারামারির ঘটনাটি ভিত্তিহীন। এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুনীল কুমার কর্মকার জানান, এ বিষয়ে ছাত্রলীগ সভাপতি রুবেলের পক্ষ থেকে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury