স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ১৭ জনকে আটক করেছে পুলিশ। বুধবার ভোর ৬টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত পৃথক অভিযানে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে জেলার ঘিওরে গোবিন্দ চন্দ্র শীল নামে এক যুবককে এক হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। অপর ১৬ জনের বিরুদ্ধে ১৩টি মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানা পুলিশ। এরপর তাদের আদালতে পাঠানো হয়। এ সময় আটকদের কাছ থেকে ২৩০ গ্রাম গাঁজা, ২৫ গ্রাম ১৫ পুড়িয়া হেরোইন এবং ২১৪ পিস ইয়াবা জব্দ করে পুলিশ। জেলা পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার (এএসপি) হামিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকদ্রব্য সেবন ও বিক্রির সঙ্গে জড়িত থাকার দায়ে জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। এছাড়া জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জিআর পরোয়ানায় ৩১ জন এবং সিআর পরোয়ানায় ২৭ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।