স্টাফ রিপোর্টার
মানিকগঞ্জে মাদকবিরোধী র্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্দ্যোগে সরকারি দেবেন্দ্র কলেজের মাঠ প্রাঙ্গন থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। র্যালিতে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ও জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের প্রধান উপদেষ্ঠা রিফাত রহমান শামীম, অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দীন আহম্মেদ, প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারন সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আফসার উদ্দিন সরকার, সিংগাইর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাজেদ খান, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি মশিউর আহম্মেদ মজুমদার স্বপন, সহ সভাপতি আবুল হাসেম মাস্টার, আবুল বাসার সবুজ, সাধারন সম্পাদক হবিবর রহমান সরকার, যুগ্ন সম্পাদক তসলিম হৃদয় প্রমুখ। এসময় স্কুল, কলেজের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ র্যালিতে অংশ নেয়।