স্টাফ রিপোর্টার
নিরাপদ সড়ক ও ৯ দফার দাবীতে পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভ করেছে মানিকগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা জরো হয়। পরে তারা মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে যাওয়ার মুখে দেবেন্দ্র কলেজের সামনে পুলিশ বাধা দেয়। এসময় পুলিশের সাথে বিক্ষোভকারীদে মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। তবে পুলিশের বাধার মুখে ছাত্ররা দেবেন্দ্র কলেজে ঢুকে পড়েন। এসময় তারা নিরাপদ সড়ক ও ৯ দফা দাবি বাস্তবায়নে জন্য শ্লোগান দিতে থাকে।