স্টাফ রিপোর্টার
মানিকগঞ্জে আনুষ্ঠানিক ভাবে বিতরন করা হলো স্মার্ট জাতীয় পরিচয় পত্র। বুধবার বিকেলে মানিকগঞ্জ জেলা প্রশাসকের মিলনায়তনে জন প্রতিনিধি , সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিদের মধ্যে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরন কার্যক্রম উদ্বোধন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক বাবুল মিয়ার সভাপতিত্বে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরন উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা যুগ্ম সচিব রকিব উদ্দিন মন্ডল, পৌর সভার মেয়র গাজী কামরুল হুদা সেলিম, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহম্মেদ প্রমূখ। গতকাল আনুষ্ঠানিক ভাবে স্মার্ট জাতীয় পরিচয় পত্র তুলে দেওয়া হয় মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমানকে। পর্যায়ক্রমে ৯ আগস্ট থেকে আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত মানিকগঞ্জ সদর উপজেলার ২ লাখ ৩৫ হাজার স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরন করা হবে।