স্টাফ রিপোর্টার
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় পাজেরো জিপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আছিয়া খাতুন (১৩) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার মুশুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আছিয়া খুলনার তেরোখাদা এলাকার মোতালেব মিয়ার মেয়ে। বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামিন উদ দৌলা জানান, সকালে পাটুরিয়াগামী একটি পাজেরো জিপের সামনের বাম পাশের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে আছিয়াসহ গাড়িতে থাকা চারজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখানে গুরুত্বর আহত আছিয়ার অবস্থার অবনতি হলে তাকে দ্রুত মানিকগঞ্জ জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত অপর তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ইয়ামিন।