স্টাফ রিপোর্টার
মানিকগঞ্জের সাটুরিয়া থেকে পারুল বেগম (৩০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার বালিয়াটী ইউনিয়ন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পারুল ওই ইউনিয়নের ভাটারা গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী। সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান জানান, ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে পারুল। মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।