স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জের ঘিওরে ধলেশ্বরী নদীতে গরু বোঝাই একটি ট্রলার ডুবে গেছে। এতে ট্রলারে থাকা গরুর বেপারী, গরুর মালিক ও মাঝিসহ নয়জন উদ্ধার হয়েছে। তবে ট্রলারে থাকা ৩৩টি গরুর মধ্যে চারটিকে জীবিত ও একটি মৃত উদ্ধার হয়েছে।বাকী গরুসহ ট্রলারটি নদীতে নিখোজ রয়েছে। মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে ট্রলারটির অনুসন্ধান করছে। তীব্র স্রোতের কারণে ডুবে যাওয়া ট্রলারটি এখনো সন্ধান করতে পারেনি। ঘিওর থানার ওসি রবিউল ইসলাম জানান, টাংগাইলের নাগরপুর থেকে ৩৩ টি গরু নিয়ে কয়েকজন বেপারী ট্রলার যোগে ঢাকার গাবতলী যাচ্ছিল। পতিমধ্যে ঘিওর এলাকায় একটি ব্রীজের পিলারের সাথে ট্রলারে ধাক্কা লেগে ট্রলারটি উল্টে ডুবে যায়। এতে ট্রলারে থাকা গরুর বেপারীরা সাতরিয়ে তীরে উঠতে পেরেছে। এছাড়া চারটি গরুও সাতরিয়ে তীরে উঠে। একটি মৃত গরু ভেসে যায়। বাকী গরুগুলো ট্রলারসহ নিখোজ রয়েছে। মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক মিজানুর রহমান জানান, নদীতে তীব্র স্রোতের কারণে ডুবে যাওয়া ট্রলারটি সনাক্ত করতে বেগ পেতে হচ্ছে।