স্টাফ রিপোর্টার:
ঈদে ঘরমুখো যাত্রীদের চাপ পড়েছে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে। রবিবার সকাল ১০টার পর থেকে পাটুরিয়া ঘাট এলাকায় যাত্রীবাহী বাসের দীর্ঘ লাইন পড়ে যায়। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, রবিবার থেকে সাধারন পন্যবাহী ট্রাক পারাপার বন্ধ রয়েছে। যাত্রীবাহী বাস, প্রাইভেটকার, মাইক্রোবাস পারাপারের পাশাপাশি গরুবাহী ট্রাককে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পাটুরিয়াঘাটে ঈদের অতিরিক্ত চাপ সামলাতে এরই মধ্যে পাটুরিয়ায় ফেরি বাড়ানো হয়েছে। বর্তমানে ২০টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। তবে নদীতে ¯্রােতের কারণে ফেরি পারাপারে সময় কিছুটা বেশী লাগায় ফেরির ট্রিপ সংখ্যা কমে গেছে। এতে যানবাহনের সারি দীর্ঘ হয়ে পড়ছে। বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের এজিএম মোঃ জিল্লুরর রহমান বলেন, নৌপরিবহন মন্ত্রনালয়ের সিদ্ধান্ত মোতাবেক, রবিবার থেকে ঈদের তিনদিন পর পর্যন্ত সাধারন পন্যবাহী ট্রাক পারাপার বন্ধ রাখা হবে। এতে নিরাপদে ও নির্বিঘেœ যাত্রী পারাপার করা সম্ভব হবে। পুলিশ সুপার রিফাত রহমান শামীন বলেন, ঈদ উপলক্ষ্যে ঘাটে পাঁচ শতাধিক আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত করা হয়েছে। সার্বক্ষনিকভাবে তারা ঘাটসহ মহাসড়কে দায়িত্ব পালন করবে।