স্টাফ রিপোর্টার
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের পাটুরিয়া ফেরিঘাট এলাকায় নৌরুট পারের অপেক্ষায় যানবাহনের দীর্ঘ লাইন রয়েছে। সময়ের সঙ্গে পাল্টা দিয়ে ক্রমেই বেড়ে যাচ্ছে যানবাহনের এ লাইন। একসঙ্গে অধিক গাড়ির চাপ পড়ে যাওয়ায় যানবাহনের এমন দীর্ঘ লাইন বলে ধারণা সংশ্লিষ্টদের। মঙ্গলবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত নৌরুট পারের অপেক্ষায় পাটুরিয়া ফেরিঘাট এলাকায় ৩ শতাধিক যানবাহন অপেক্ষামান রয়েছে। এর মধ্যে যাত্রীবাহী বাস, ছোট গাড়ি এবং গরু বোঝাই ফেরত ট্রাকের সংখ্যা রয়েছে। বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের এজিএম মোঃ জিল্লুর রহমান বলেন, ভোর থেকে নৌরুট পারের অপেক্ষায় থাকা যানবাহনের লাইন ক্রমেই বড় হচ্ছে। একসঙ্গে অতিরিক্ত গাড়ির চাপ পড়ে যাওয়ার কারণে এমন অবস্থার সৃষ্টি হচ্ছে বলে জানান তিনি। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ছোট বড় মিলে ২০টি ফেরি চলাচল করছে। তবে নদীতে প্রচন্ড স্রোতের কারণে ফেরি চলাচলে ধীরগতি হওয়ায় নৌরুট পারাপারে সময় লাগছে বেশি। এতে করে নৌরুট পারের অপেক্ষায় থাকা যানবাহনগুলোকে কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।