স্টাফ রিপোর্টার
ঈদে ঘরমুখো যাত্রী ও যানবাহনের অতিরিক্ত চাপ পড়ে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে। সকাল থেকে পাটুরিয়া ঘাট এলাকায় কাটা লাইন সার্ভিসের শত শত যানবাহন ঘাটে এসে পৌছে। এতে কাটা লাইনের হাজার হাজার যাত্রীদের ভিড়ে পুরো ঘাট এলাকা নাকাল হয়ে পড়ে। লঞ্চ পারাপারের এসব যাত্রীরা লঞ্চে জায়গা না পেয়ে ফেরিতে পার হতে থাকে। এতে বেলা একটা পর্যন্ত অতিরিক্ত যাত্রীর কারণে ফেরি কর্তৃপক্ষ যানবাহন পারাপারে হিমশিমে পড়ে। কয়েকটি ফেরি দিয়ে শুধুমাত্র যাত্রী পারাপার করা হয়েছে। ফলে যানবাহনের সারিও বাড়তে থাকে। ফেরি কর্তৃপক্ষ জানায়, অতিরিক্ত যাত্রীর চাপে ফেরিতে যানবাহন উঠানো সম্ভব হয়নি। যানবাহনের লাইন ঘাট এলাকা ছাড়িয়ে তিন কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়। পাটুরিয়ার চারটি ঘাটই পুরোপুরি সচল রয়েছে। তবে নদীতে প্রবল স্রোতের কারণে ফেরি পারাপারে সময় বেশী লাগছে।