স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় যমুনা নদীতে একটি যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এই ঘটনায় তিনজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ৩ জনের মধ্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলো-পাবনার আতাইকোলা উপজেলার কদমতলা গ্রামের নুর বক্স(৫০) এবং সুজানগর উপজেলার নাজিরগঞ্জ গ্রামের শিশু কন্যা মেঘা (৮)। মঙ্গলবার সকাল ১০ টার দিকে উপজেলার আলোকদিয়া চর এলাকায় এই ঘটনা ঘটে বলে শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান জানিয়েছেন। ইউএনও মেহেদী হাসান জানান, মঙ্গলবার সকালে পাবনার বেড়া উপজেলার কাজিরহাট থেকে একটি ট্রলারে করে শিবালয়ের আরিচা ঘাটে আসছিলেন ঈদ শেষে ঢাকায় কর্মস্থলগামী যাত্রীরা। সকাল ১০ টার দিকে শিবালয় উপজেলার যমুনা নদীর আলোকদিয়া এলাকায় আসলে পাটুরিয়া থেকে আমিনপুর অভিমুখী সিমেন্ট বোঝাই কার্গো এমভি প্রিমিয়ার-১১ এর সাথে ট্রলারটির মুখোমুখী সংঘর্ষে ট্রলারটি দ্বিখন্ডিত হয়ে ডুবে যায়। এতে ওই ট্রলারটির তিন যাত্রী নিখোঁজ হন। আহত হয় কমপক্ষে ১৫জন। আহতদের মধ্যে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর এলাকার মঞ্জুর বেপারীর কন্যা মঞ্জিলা আক্তার (২০)-এর ডান পা ভেঙ্গে গেছে। তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিবালয় থানার ওসি হাবিবুল¬াহ বলেন, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট উদ্ধার কাজ চালাচ্ছে। ঢাকা থেকে একটি ডুবুরী দল ঘটনাস্থলে আসছে। নিখোজ ব্যক্তিদের উদ্ধারে চেষ্টা চলছে।