স্টাফ রিপোর্টার :
জাতীয় সংসদ ভেঙ্গে দিয়ে নির্বাচনকালীন সহায়ক সরকার গঠন ও নির্বাচন কমিশন পুর্নগঠন করতে হবে। বৃহস্পতিবার মানিকগঞ্জ সদর উপজেলা কমিউনিস্ট পার্টি দ্বি-বার্ষিক সম্মেলন আলোচকরা এ দাবি জানান।
বৃহস্পতিবার বেলা ১১ টায় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে কমিউনিস্ট পার্টির সদর শাখার সভাপতি কমরেড আশরাফ সিদ্দিকীর সভাপতিত্বে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা কমরেড লীনা চক্রবর্তী, সম্পাদক রুহীন হোসেন প্রিন্স,সদস্য কমরেড.আজহারুল ইসলাম আরজু, অধ্যক্ষ আবুল ইসলাম শিকদার, জেলা শাখার সভাপতি কমরেড নুরুল ইসলাম,সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সহসাধারণ সম্পাদক মো.আরশেদ আলী ও প্রমুখ
সম্মেলন সভা শেষে জেলা শহরে তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় জিনিষের দাম বৃদ্ধির প্রতিবাদ ও জনসচেতনা মূলক একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।