স্টাফ রিপোর্টার
মানিকগঞ্জে শেখ হাসিনার ৭২ তম জন্মদিন পালন করেছে আওয়ামীলীগের নেতাকর্মীরা। শুক্রবার সকালে দলীয় কার্যালয়ে জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এ্যাড: আব্দুল মজিদ ফটোর সভাপতিত্বে দোয়া মাহফিল ও আলোচনা সভা শেষে কেক কেটে জন্মদিন পালন করা হয়। পরে জন্মদিন উপলক্ষে বের করা হয় বর্ণাঢ্য র্যালি। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি এবিএম হেলাল উদ্দিন, সাবেক মেয়র রমজান আলী, সাধারন সম্পাদক আব্দুস সালাম, যুগ্ন সাধারন সম্পাদক এ্যাড: বদরুল ইসলাম বাবলু, কাজী এনায়েত হোসেন টিপু, সুলতানুল আজম খান আপেল, শ্রম বিষয়ক সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি লিয়াকত আলী ভান্ডারী, সদর উপজেলা আওয়ামীগের সভাপতি ইসরাফিল হোসেন, পৌর আওয়ামীরীগের সাধারন সম্পাদক ও জেলা বাস, মিনিবাস, মাইক্রোবাস, অটোটেম্পু অনার্স গ্রুপের সভাপতি মো: জাহিদুল ইসলাম জাহিদ, জেলা যুবলীগের সাধারন সম্পাদক তানজিদ উল্লাহ লিল্টু, জেলা মহিলা আওয়ামীরীগের সাধারন সম্পাদক লক্ষী চ্যাটার্জী, সদর উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক সালমা আক্তার, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য তাপস সাহা, জেলা ছাত্রলীগের সভাপতি কাজী রাজু আহম্মেদ বুলবুলসহ জেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সভায় বক্তারা সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জাতীয় নির্বাচনে শেখ হাসিনাকে আবারোও ক্ষমতায় বসানোর জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। মানিকগঞ্জ বাস্ট্যান্ড এলাকা থেকে সদর উপজেলা আওয়ামীলীগ ও পৌর আওয়ামীলীগ এর আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি উক্ত অনুষ্ঠানে যোগ দেয়।