মো: আরিফ হোসেন :
মানিকগঞ্জে নাক,কান,গলা বিষয়ক ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। শনিবার মানিকগঞ্জ ২৫০শয্যা জেলা হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন এমপি এই ক্যোম্পেইনের উদ্বোধন করেন এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রীর পৃষ্ঠপোষকতায় এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। বিশেষজ্ঞ সেবায় ছিলেন অধ্যাপক ডাঃ মনিলাল আইচ লিটু। আয়োজনে ছিলেন ঢাকা স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ এন্ড মিটফোর্ড হাসপাতাল, মানিকগঞ্জ কর্ণেল মালেক মেডিক্যাল কলেজ, মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল, সিভিল সার্জন অফিস। এসময় উপস্থিত ছিলেন
মানিকগঞ্জ কর্ণেল মালেক মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো.আখতারুজ্জামান, সিভিল সার্জন ডাঃ মো.খুরশীদ আলম, হাসপাতালের তত্তাবধায়ক মো: সাইফুর রহমান, মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: মো: লুৎফর রহমান, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান,সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইসরাফিল হোসেন ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা বাস, মিনিবাস, মাইক্রোবাস, অটোটেম্পু অনার্স গ্রুপের সভাপতি মো.জাহিদুল ইসলাম জাহিদসহ বিভিন্ন বাজনৈতিক ব্যাক্তিবর্গ ও হাসপাতালের সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এতে জেলার ছোট-বড় সব বয়সের প্রায় পাঁচশত জন মানুষ ফ্রি চিকিৎসা সেবা গ্রহন করেন।##