স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনায় দু’টি মাছ ধরার নৌকার মুখোমুখী সংঘর্ষে এক জন নিহত ও দু’জন গুরুতর আহত হয়েছে। রবিবার গভীর রাতে উপজেলার আলোকদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, সরকারী নিষেধাজ্ঞা উপেক্ষা করে নদীতে ইলিশ শিকার কালে নৌ-পুলিশের উপস্থিতি টের পেয়ে মাছ শিকারীরা জাল ফেলে দ্রুত পালানোর সময় দু’টি নৌকার সংর্ঘষ ঘটে। দ্রুত গতিতে দুই নৌকার ধাক্কায় চাপে ঘটনাস্থলেই বাহেজ শেখ (৬৫) মারা যান। নৌকায় থাকা অপর দুই মৎস্য শিকারী আইয়ুব আলী (৪৫) ও সাইদুল (৩৫) গুরুতর আহত হয়। আহতদের কে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এরা সকলেই শিবালয় উপজেলার আলোকদিয়া চরাঞ্চলের বাসিন্দা। পুলিশ লাশ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
শিবালয় থানা ওসি খোন্দকার ইমাম হোসেন জানান, দুর্ঘটনায় নিহতের পুত্র বাদী হয়ে থানায় অভিযোগ।