এস.এম আকরাম হোসেন :
মানিকগঞ্জের শিবালয় উপজেলা ও মানিকগঞ্জ পৌর এলাকার বিভিন্ন দূর্গা পূজার মন্ডপ পরিদর্শণ করেছেন পুলিশ সুপার রিফাত রহমান শামীম।
মঙ্গলবার দিনে ও রাতে পূজা মন্ডপ পরিদর্শষকালে পুলিশ সুপার প্রতিটি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে শুভেচ্ছাস্বরূপ এক ঝুড়ি করে ফল তুলে দেন। তিনি পূজারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তার সাথে ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট অসীম কুমার বিশ্বাস, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ, মানিকগঞ্জ সদর সার্কেরের অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, মানিকগঞ্জ প্রেসক্লাবের প্রাক্তন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, শিবালয় উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুদীপ ঘোষ বাসু ও সাধারণ সম্পাদক রথীন সাহা।