স্টাফ রিপোর্টারঃ সাভারে বিএনপির চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও ২১আগষ্ট গ্রেনেড হামলার মিথ্যা মামলার বানোয়াট রায়ের প্রতিবাদে সাভারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন বাসস্ট্যান্ড এলাকায় বাংলাদেশ বিরোধী দালাল নির্মূল পরিষদের ব্যানারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় মিছিলটি ঢাকা-আরিচা মহাসড়কের পশ্চিম ব্যাংক টাউন সড়ক মুখ থেকে শুরু করে মহাসড়কের উভয় পাশ প্রদক্ষিন করে এবং পূনরায় একই স্থানে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।
এসময় বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বেগম খালেদা জিয়াকে দ্রুত মুক্তির দাবী জানান নেতৃবৃন্দ। তারা বলে বেগম জিয়াকে মুক্তি না দিলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে কঠোর কর্মসূচী ঘোষনা করা হবে। তারা হুশিয়ারি দেন বেগম জিয়ার মুক্তি না দিলে কঠিন আন্দোলন গড়ে তোলা হবে। তারা বলেন প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, তারেক রহমানের বিরুদ্ধে ২১আগষ্ট গ্রেনেড হামলার মিথ্যা মামলার রায় বানোয়াট ও রাজনৈতিক। বিক্ষোভ মিছিলে এ সময় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিরোধী দালাল নির্মূল পরিষদ নেতা মনসুর মুন্না,মোহাম্মদ সেলিম,মোহাম্মদ ইমরান প্রমুখ।