ঘিওরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ১ জন নিহত
-
প্রকাশের সময় :
বুধবার, ২৪ অক্টোবর, ২০১৮
-
১০৬৬
বার দেখা হয়েছে
মো: সাইফুল ইসলাম
মানিকগঞ্জের ঘিওরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় হালিম মিয়া (৪৫) নামে এক কৃষককে পিটিয়ে হত্যা করা হয়েছে।বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার পয়লা ইউনিয়নের ভাতরন্দ্র গ্রামে এই ঘটনা ঘটে। নিহত হালিম ওই গ্রামের আনছের শেখের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়,২৭ শতাংশ জমি নিয়ে স্থানীয় রশিদ মিয়ার সাথে র্দীঘ দিন ধরে হালিমের বিরোধ চলছিল। বুধবার সকালে হালিম তার নিজ জমিতে গেলে রশিদ ও কয়েক জন মিলে হালিমকে পিটিয়ে গুরুতর আহত করে। হালিমের আত্মচিৎকারে স্বজনেরা এগিয়ে আসলে রশিদরা পালিয়ে যায়্। পরে আহত হালিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। হালিমের ওপর হামলা করে হামলাকারীরা থানায় জিডি করতে গেলে পুলিশ রশিদ,জয়নাল ও হাসনা আক্তার নামে তিন জনকে আটক করে। ঘিওর থানার ওসি রবিউর ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ ঘটনা স্থান পরিদর্শন করেছে।
শেয়ার করুন
এ বিভাগের আরও খবর