স্টাফ রিপোর্টার: মানিকগঞ্জের শিবালয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে বৃহস্পতিবার সকালে শিবালয় যুব উন্নয়ন অধিদপ্তর র্যালী ও উপজেলা পরিষদ মিলনাতনে আলোচনা সভার আয়োজন করে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘জেগেছে যুব গরবে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’। শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী আকবর, ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার লতা ও যুব উন্নয়ন কর্মকর্তা মো. মতিয়ার রহমান প্রমুখ। সবশেষে যুব উন্নয়নের প্রশিক্ষণ প্রাপ্ত ১২জন সদস্যের মাঝে ৫ লাখ ৬০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়।