স্টাফ রিপোর্টার: “শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এই স্লোগানে মানিকগঞ্জে স্কিলস কম্পিটিশন মেলার উদ্ধোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক এস.এম ফেরদৌস। শনিবার সকালে নারাঙ্গাই ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট এর আয়োজনে নিজস্ব ক্যাম্পাসে এ মেলার আয়োজন করে। মানিকগঞ্জ ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো: শামসুর রহমান এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের পরিচালক ইঞ্জিনিয়ার মো: ফারুক হোসেন, মানিকগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: হাফিজুর রহমান, বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো: ইদরীস, নির্মল চন্দ্র সিকদার, ঢাকা কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহকারি পরিচালক বিমল কুমার মিশ্র, আকিজ টেক্সটাইলের সিনিয়র ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার মো: হাবিবুর রহমান প্রমুখ। মেলায় শিক্ষার্থীদের বিভিন্ন পজেক্টরে ৩৫টি স্টল অংশ নেয়।