স্টাফ রিপোর্টার
মানিকগঞ্জে লালন স্মৃতি উৎসব-২০১৮ ইং এর উদ্ধোধন করেন প্রধান অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: গোলাম মহীউদ্দীন। রবিবার শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকের পাদদেশে সন্ধ্যায় গড়পাড়া এমাম বাড়ী দরবার শরীফ এর সাজ্জাদানশীল শাহ মোখলেছুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সুদেব সাহা, দৈনিক আল-আযান পত্রিকার সম্পাদক ও প্রকাশক ও ঢাকা সাংবাদিক ফাউন্ডেশনের সভাপতি এ্যাড: আমিনুল হক আকবর, গড়পাড়া অচিন পাখি লালন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক নাজিম মাষ্টার, অচিন পাখি লালন সংগঠন উদযাপন কমিটির আহবায়ক মো: শাহাদত হোসেন টিপু প্রমুখ।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাসুদেব সাহা ও এ্যাড: দীলিপ কুমার রাজবংশী। সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত চলে বাউল শিল্পীদের লালন সংগীত। লালনের মর্মবাণী মানুষের মাঝে ছড়িয়ে দিতে প্রতি বছরের মত এবারও এই উৎসবের আয়োজন করে মানিকগঞ্জ অচিন পাখি লালন সংগঠন।শত শত লালন ভক্ত মানুষ রাত জেগে লালনের গান শুনেন।
গত সাত বছর ধরে মানিকগঞ্জ অচিন পাখি লালন সংগঠন এই উৎসব করে আসছে। এবারের উৎসবে গান পরিবেশন করে সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক নাজিম মাষ্টার, বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী সাবরিনা মমতাজ মমো, কুষ্টিয়ার নিজাম বাউল, রাজশাহীর দুলাল বাউল, হরিরামপুরের সোহানা বাউল, আলিফ বাউলসহ স্থানীয় শিল্পবৃন্দ। শিল্পীসহ দেশের বিভিন্ন এলাকার বাউল শিল্পীরা। গানে গানে দর্শকদের মাঝে ছড়িয়ে দেন লালনের মর্মস্পর্শী বাণী।