স্টাফ রিপোর্টার: মানিকগঞ্জের শিবালয় উপজেলার দক্ষিণ তেওতা এলাকায় যমুনা নদীতে এক জেলে জালে ধরা পড়েছে কুমির সদৃশ প্রাণীর ছানা। শিবালয় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এ এম রেজ্জাকুল হায়দার অবশ্য এটিকে ঘড়িয়োলে ছানা বলে দাবী করেছেন। ইতিমধ্যে ঢাকা চিড়িয়ানা কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে। সাড়ে চার ফুট লম্বা এই ঘড়িয়ালটিকে তাদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তিনি জানান, মঙ্গলবার ভোর বেলা নদীতে মাছ ধরতে গেলে উপজেলার দক্ষিণ তেওতা গ্রামের আবুল কালামের ফাঁস জালে ওই ঘড়িযালের ছানা ধরা পড়ে। পরে এটিকে দক্ষিণ তেওতা গ্রামের মৃত আব্দুল হাই চেয়ারম্যানের বাড়ির আঙিনায় মাটি খনন করে সেখানে পলিথিন বিছিয়ে তার উপর পানি দিয়ে ওই ছানাটিকে রাখা হয়। এলাকার লোকজন এটিকে দেখতে সেখানে ভীড় করে। খবর পেয়ে প্রাণী সম্পদ কার্যালয়ের কর্মকর্তারা সেখানে যেয়ে ওই প্রাণীটিকে সনাক্ত করে এবং তা সংরক্ষণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে। এলাকাবাসী ও জেলে আটক ঘড়িয়ালের ছানাটিকে সংরক্ষণের জন্য চিড়িয়াখানায় হস্তান্তরে দ্বিমত পোষণ করলে শিবালয় থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।