স্টাফ রিপোর্টার
“অর্থনৈতিক উন্নয়ন ও স্বাচ্ছন্দ্যের জন্য ৪র্থ শিল্প বিপ্লব” এই স্লোগানে মানিকগঞ্জে গণ প্রকৌশল দিবস-২০১৮ আইডিইবির গৌরবোউজ্জল ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এর জেলা শাখার আয়োজনে নারাঙ্গাই ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট থেকে একটি র্যালি বের হয়ে বাসষ্ট্যান্ড প্রদক্ষিন করে। র্যালির নেতৃত্বে ছিলেন আইডিইবির জেলা শাখার সভাপতি পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো: বেল্লাল হোসেন, সাধারন সম্পাদক ও মানিকগঞ্জ এনপিআই ইউনিভার্সিটি এর পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফারুক হোসেন, মানিকগঞ্জ পি.জি.সি.বির নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার দেওয়ান মো: গিয়াস মাহমুদ জেলা শিক্ষা প্রকৌশলের সহকারি প্রকৌশলী সৈয়দ আনোয়ারুল হক, আইডিইবির সদর উপজেলা শাখার সভাপতি ও পৗরসভার সহকারি ইঞ্জিনিয়ার আ.ন.ম গিয়াস উদ্দিনসহ এনপিআই ও এনপিআই ইউনিভার্সিটির শিক্ষক ও শির্ক্ষাথীবৃন্দ। পরে ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।