স্টাফ রিপোর্টার :
মানিকগঞ্জে ফ্রি হোমিওপ্যাথিক মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়ন পরিষদে এই ফ্রি ক্যাম্পের আয়োজন করা হয়। যৌথভাবে এই ক্যাম্পের আয়োজন করে মানিকগঞ্জ হোমিও অনুশিলন কেন্দ্র এবং হোমিওপ্যাথিক কল্যাণ সোসাইটি। হোমিও অনুশিলন কেন্দ্র মানিকগঞ্জের প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃ মোহাম্মদ লুৎফর রহমানের নেতৃত্বে ৫জন বিশেষজ্ঞ ডাক্তার ও ৩০ জন সহকারী এই ক্যাম্পের চিকিৎসা সেবা প্রদান করেন।দিনব্যাপী এই ক্যাম্পে শিশু-নারী-পুরুষসহ সহ¯্রাধীক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।