স্টাফ রিপোর্টার
মানিকগঞ্জ শহরের ৮৮ নং সরকারি প্রথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির সমাপণী পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীদের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ বাবুল মিয়া। এসময় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট আবু বকর ছিদ্দিক খান তুষারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে খানবাহাদুর আওলাদ হোসেন খান কলেজের অধ্যক্ষ বেগম হোসনে আরা, ৮৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি খন্দকার আশরাফ উন নবী, প্রধান শিক্ষক বজলুর রহমান, সাংবাদিক মনিরুল ইসলাম মিহিরসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও অভিভাবকবৃন্দ। বিদায়ী অনুষ্ঠানে চার শতাধিক সমাপণী পরীক্ষার্থীকে প্রবেশপত্র দেওয়া হয়। প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ বাবুল মিয়া বলেন, আজকের শিক্ষার্থীরা আগামীর কর্ণধার। সঠিক শিক্ষা লাভ করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে। তারাই আগামীতে দেশকে এগিয়ে নিয়ে যাবে।