স্টাফ রিপোর্টার: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় মর্জিনা বেগম (২৬) নামের এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার দুপুরে সাটুরিয়া উপজেলার তিল্লির চর গ্রামে থেকে তার মরদেহটি উদ্ধার করে সাটুরিয়া থানা পুলিশ।নিহত মর্জিনা বেগম ওই গ্রামের প্রবাসী নজরুল ইসলামের স্ত্রী। স্থানীয় ইউপি সদস্য শুকুর আলী জানান,সকালে মর্জিনাকে ঘুম থেকে উঠতে দেরি দেখে রুমের বাইরে থেকে ডাকাডাকি করা হয়।কিন্তু তাতেও কাজ না হলে এক পর্যায়ের তার রুমের দরজা ভেঙ্গে রুমে ঢুকে তার পরিবারের লোকজন। এসময় মর্জিনাকে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলতে দেখে স্বজনরা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এবিষয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন,কি কারণে মর্জিনা আতœহত্যা করেছে সেবিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।