স্টাফ রিপোর্টার: পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষ্যে মানিকগঞ্জে প্রেস ব্রিফিং করেছে জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে এই প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়। এসময় জেলা প্রশাসক এস.এম ফেরদৌস,সিভিল সার্জন ডাঃ মোঃ খুরশীদ আলম,পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক (ভারপ্রাপ্ত) ডাঃ রঞ্জিত কুমার মন্ডল, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, ,সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তীসহ সদর উপজেলার স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।“প্রাতিষ্ঠানিক ডেলিভারী বৃদ্ধি করি,প্রসব পরবর্তি পরিবার-পরিকল্পনা নিশ্চিত করি” এই শ্লোগান নিয়ে সারা দেশের মত আগামী ২৪ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত মানিকগঞ্জেও সেবা সপ্তাহের কর্মসূচী পালিত হবে বলে প্রেস ব্রিফিংএ জানানো হয়।