1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৫:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শান্তিতে নোবেল পেল জাপানি প্রতিষ্ঠান নিহন হিডানকিও মানিকগঞ্জে পূজামন্ডপ পরিদর্শন করলেন সাইবার নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক  মানিকগঞ্জ শিশু হাসপাতাল নানা অনিয়ম ও রোগীদেরকে জিম্মি করে দেদারছে ব্যবসা করে যাচ্ছে সরকারি-বেসরকারি শিশু চিকিৎসকেরা মানিকগঞ্জে লায়ন্স ক্লাব অব ঢাকা ড্রিম সিটির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও গাছের চারা বিতরণ বৃহস্পতিবার বন্ধ থাকবে ব্যাংকও ত্বকের দুর্গন্ধ দূর করতে ফিটকিরির ৪ রকম ব্যবহার চ্যাম্পিয়নস ট্রফি: ভারত ফাইনাল খেললে ম্যাচ দুবাইয়ে সৃজিত-মিথিলার ‘নিস্তব্ধ’ দাম্পত্য জীবন নিয়ে সরব তসলিমা গাজার মতো ধ্বংসের মুখে পড়তে পারে লেবাননও: নেতানিয়াহু মহাষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু

মানিকগঞ্জে একজনে যাবতজ্জীবন ও অপরজনের ১০বছরের কারাদন্ড

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ নভেম্বর, ২০১৮
  • ১৩৫৩ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার: মানিকগঞ্জে সিংগাইর উপজেলার মাটিকাটা গ্রামে আল্লাদি বেগম নামের এক গৃহবধূ হত্যা মামলায় জহিররুল ইসলামের নামের একজনকে যাবতজ্জীবন ও একই উপজেলার আজিমপুর গ্রামের অসীম নামের এক যুবককে ইয়াবা রাখাসহ বিক্রয়ের দায়ে ১০বছরের কারাদন্ড দিয়েছেন মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত।
বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শহিদুল আলম ঝিনুক এই দন্ডাদেশ প্রদান করেন।
মামলার বিবরণে জানা যায়,২০১৭ সালের ১১আগষ্ট প্রতিদিনের মত ঘুমাতে যায় ভজম আলীর স্ত্রী আল্লাদি বেগম। ওই রাতে মধ্যরাতে একই এলাকার জহিররুল ইসলাম শিদ কেটে ঘরে ডুকে স্বর্ণাংকার নিতে থাকে।এ সময় আল্লাদি তার পরনের গলার চেন নেয়ার সময় টের পায়। এতে জহিরুলকে চিনে ফেলায় আল্লাদিকে গলাটিপে শ^াসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। পরের দিন পুলিশ লাশ উদ্ধার করে। পরের দিন নিহতের মেয়ে ফুলমালা বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনের নামে সিংগাইর থানায় হত্যা মামলা দায়ের করে। জহিরুল ওই বছরের ১সেপ্টম্বর মানিকগঞ্জ শহরের গঙ্গাধঁরপাট্টিতে চুরি করা মালামাল বিক্রয় করতে আসলে পুলিশ তাকে আটক করে। পুলিশ মালামাল সর্ম্পকে জিজ্ঞাসাবাদ করলে একপর্যায়ে জহিরুল হত্যার কথা স্বীকার করেন। পরে পুলিশ ওই বছরের ১৪ অক্টোবর আদালতে চার্জশীট প্রদান করে। ১৯জন স্বাক্ষীর সাক্ষ্যগ্রহনের পর বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জহিরুলকে যাবতজ্জীবন কারাদন্ড ও ২০হাজার টাকা অর্থদন্ড,অনাদায়ে আরও ৫বছর কারাদন্ড প্রদান করেন।
অপরদিকে একই উপজেলার অসীম নামের এক যুবককে পুলিশ ১হাজার পিস ইয়াবাসহ আসামীর নিজ বাড়ি,আজিমপুর থেকে আটক করে। পরে ১৭ সালের ১নভেম্বর ততকালীন ডিবি পুলিশের এস আই সালাউদ্দিন রাসেল বাদি হয়ে মামলা করে এবং ১৭সালের ৩১ডিসেম্বর অসীমকে আসামী করে পুলিশ আদালতে চার্জশীট প্রদান করে। ৫জন স্বাক্ষীর সাক্ষ্যগ্রহনের পর বৃহস্পতিবার দুপুরে তাকে ১০বছরের কারাদন্ড ও ৩লক্ষ টাকা অর্থদন্ড করেন আদালত।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury