স্টাফ রিপোর্টার: মানিকগঞ্জে প্রাইভেটকার ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ওমর আলী (৫৫) নামের এক সিএনজি চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে শিবালয় উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের মুশুরিয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত ওমর আলী উপজেলার উথুলী এলাকার হামেদ আলীর ছেলে।
বরংগাইল হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো.আমীর হোসেন জানান,পাটুরিয়াগামী একটি প্রাইভেটকার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালক ওমর আলী গুরত্বর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এঘটনায় প্রাভেটকারটি আটক করা হলেও চালক পালিয়ে যায়।