শুভংকর পোদ্দার
মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নের কালই গ্রামের কালই একতা সংঘের আয়োজনে কালই বাইতুন-নুর জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে ২ দিন ব্যাপী আনিছুর রহমান স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্ভোধন করেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী নাজমুল হুদা ডালু। পড়ে বৃহস্পতিবার রাত্রে কালই বন্ধু একাদশ, ২স্টার, গোপীনাথপুর, মানিকনগর, শিবালয়, বলড়া, কাজীখোলা এবং শোলধারা টিম অংশগ্রহন করেন। এদিন উক্ত খেলায় নক আউট হয় ২স্টার, শোলধারা, গোপীনাথপুর এবং মানিকনগরের টিম এবং সেমিফাইনালে উঠেন বলড়া, কাজীখোলা, শিবালয় এবং কালই বন্ধু একাদশ। পড়ে শুক্রবার রাতে সেমিফাইনালে নক আউট হয় শিবালয় ও কাজীখোলা টিম এবং ফাইনালে উঠেন বলড়া আর কালই বন্ধু একাদশ। শেষে ফাইনাল ম্যাচে বলড়ার টিম কে বিশাল ব্যবধানের পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়নস হয় কালই বন্ধু একাদশের টিম। উক্ত টুর্নামেন্ট শেষে খেলায় অংশগ্রহণ কারী এবং এলাকার যুব সমাজের উদ্যেশে বক্তৃতা দেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী নাজমুল হুদা ডালু। এসময় তিনি সবাইকে অতিরিক্ত মোবাইল চালানো থেকে এবং মোবাইলে গেমস না খেলে মাঠে গিয়ে ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন খেলতে বলেন এবং মাদক থেকেও সবাইকে দূরে থাকার পরামর্শ দেন। সুস্থ্য দেহ সুন্দর মন, খেলাধুলার প্রয়োজন। পড়ে বিজয়ী দল কালই বন্ধু একাদশের অধিনায়ক শরিফ খান এবং পার্টনার কাউসার মিয়ার হাতে প্রথম পুরষ্কার ৩২ইঞ্চি স্মার্ট টিভি এবং রানার্সআপ দল বলড়া টিমের অধিনায়ক সোলায়মান এবং পার্টনার লিটনের হাতে ২২ ইঞ্চি এলইডি টিভি তুলে দেন সমাজসেবক নাজমুল হুদা ডালু, কাজী শফিউদ্দিন , আজিজ বিশ্বাস, মোঃ শামছুল হক, সাইফুল ইসলাম,এহসানুল হক শাহীন, শ্যামল খান প্রমুখ। এদিকে খেলায় বিজয়ী হওয়ার পর কালই বন্ধু একাদশের সমর্থকরা উল্লাসে মেতে উঠেন।