1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১০:৫৮ অপরাহ্ন

হরিরামপুরে জাতীয় পার্টির প্রার্থীর গাড়ি বহরে হামলা

  • প্রকাশের সময় : শনিবার, ১৫ ডিসেম্বর, ২০১৮
  • ৩৭৪৯ বার দেখা হয়েছে
sdr

স্টাফ রিপোর্টার

মানিকগঞ্জ ২ আসনের সাবেক এমপি এবং একাদশ জাতীয় নির্বাচনের মহাজোটের লাঙ্গল প্রতিকের প্রার্থী  এস এম আব্দুল মান্নানের গাড়ি বহরে হরিরামপুর উপজেলা চত্বরের সামনে গাড়ি ভাংচুর ও নেতাকর্মী দের মারধরের অভিযোগ উঠেছে। অভিযোগ সুত্রে জানা গেছে,  মানিকগঞ্জ ২ আসনের সাবেক এমপি ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মহাজোটের লাঙ্গল প্রতিকের প্রার্থী এস এম আব্দুল মান্নান হরিরামপুরের মাচাইন মাজার জিয়ারত করে ঝিটকা বাজারে এসে তার নির্বাচনী প্রচারণা করতে আসার সময় তার গাড়ি বহর হরিরামপুর উপজেলা চত্বরে এসে পৌঁছাতেই হরিরামপুর উপজেলা যুবলীগের আহবায়ক আমিনুল রহমান মিল্টন, হরিরামপুর উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক শুভ মল্লিক সহ অজ্ঞাত ৫০/৬০ জন আওয়ামীলীগের নেতাকর্মী দোকানে ঝাপের রড, বাশ, কাঠ ইত্যাদি দিয়ে বহরে থাকা নেতাকর্মীদের গাড়িতে হামলা করেছেন।

dav

এ সময় হরিরামপুর উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি সাইফুল ইসলাম সহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। এছাড়া  পেশাগত দায়ীত্ব পালনের সময় মানিকগঞ্জের স্থানীয় পত্রিকা দৈনিক আমার নিউজের স্টাফ রিপোর্টার এবং দৈনিক জনতার বাংলার মানিকগঞ্জ জেলা প্রতিনিধি শুভংকর পোদ্দার গুরুতর আহত হন। এবিষয়ে সাংবাদিক শুভংকর পোদ্দার জানায়, আমি পেশাগত দায়ীত্ব পালনের জন্য গাড়ি বহরের সামনে অবস্থান করতেছিলাম, যখন আমরা হরিরামপুর উপজেলা চত্বরের সামনে এসে পৌঁছায় তখন হরিরামপুর উপজেলা যুবলীগের আহবায়ক আমিনুল রহমান মিল্টন দোকানে থাকা ঝাপের রড নিয়ে এগিয়ে আসে তখন আমি তাকে আমার পরিচয় দেই তারপরে ও সে তার হাতে থাকা রড দিয়ে আমার মাথায় আঘাত করে এবং আমার মোটরসাইকেল ভেঙ্গে ফেলে। এছাড়া জাতীয় পার্টির গাড়ি বহরে থাকা সকল মোটরসাইকেল ভেঙ্গে ফেলে এবং লাঙ্গল প্রতিকের প্রার্থী এস এম আব্দুল মান্নানের  গাড়ির সামনের এবং পিছনের কাচ ভেঙ্গে ফেলে। এবিষয়ে মানিকগঞ্জ ২ আসনের জাতীয় পার্টির প্রার্থী এস এম আব্দুল মান্নান জানান, আজকের ঘটনাটি সত্যি অপ্রত্যাশিত একটি ঘটনা কেননা আমারা মহাজোটের প্রার্থী।  তাই এবিষয়ে আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু বিচারের দাবী জানাচ্ছি, এছাড়া এবিষয়ে মামলা করবেন কিনা তা ভেবে দেখবেন এবং জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দিবেন বলেও জানিয়েছেন তিনি।

 

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury