স্টাফ রিপোর্টার
মানিকগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার ভোট কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু হয়েছে। শনিবার সকাল থেকে জেলা সদর ও বিভিন্ন উপজেলার ভোট কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পাঠানোর কাজ শুরু হয়। প্রতিটি উপজেলা থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে ভোট প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং অফিসারের হাতে নির্ধারিত ব্যালট পেপার, বাক্স, সিল-প্যাডসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি তুলে দেন সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী কর্মকর্তা। এদিকে প্রতি ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত আনসার ও পুলিশ মোতায়েন কার্যক্রমও সকাল থেকে শুরু হয়েছে। জেলা রিটানিং অফিস সুত্রে জানা গেছে, সাতটি উপজেলার তিনটি নির্বাচনী আসনে বিভিন্ন ভোট কেন্দ্রে নির্বাচনী সকল সামগ্রী পৌছানোর কাজ আজকের মধ্যে পৌছানো হবে। এলক্ষ্যে সকাল থেকে নির্বাচনী সামগ্রীর পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর জনবল পাঠানো কাজও শুরু হয়েছে।