মো: আরিফ হোসেন
সারা দেশের মতো মানিকগঞ্জেও নতুন বছরের প্রথম দিনে ছাত্র-ছাত্রীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে মানিকগঞ্জ সরকারী বালক ও সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে এ বই বিতরণের উদ্বোধন করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন এমপি। এসময় জেলা প্রশাসক এসএম ফেরদৌস,বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজিনা আক্তার, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা জাহান, পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম ও জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক সুলতানুল আজম, শ্রম বিষয়ক সম্পাদক ও জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি লিয়াকত আলী ভান্ডারী, পৌর আওয়ামীলীগের সভাপতি মোনায়েম খান, সাধারন সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ন সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর আব্দুর রাজ্জাক রাজা, পৌর কাউন্সিলর সুবাস সরকার প্রমূখ উপস্থিত ছিলেন।
এ বছর মানিকগঞ্জে মাধ্যমিক পর্যায়ে ২০ লাখ ৪১ হাজার ও প্রাথমিক পর্যায়ে ৯ লাখ ২৬ হাজার বই বিনামুল্যে বিতরণ করা হবে। বই বিতলনের পর ৮৮নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।