1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজবাড়ীতে অধ্যক্ষ ইয়ামিন আলীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ মানিকগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত সিংগাইর উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনান জামানের বিরুদ্ধে মানিকগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন মহাদেবপুর সরকারি কলেজের অধ্যক্ষ খলিলুর রহমানের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ মানিকগঞ্জের  জাতীয়তাবাদী পেশাজীবিদের পক্ষ থেকে ফেনীর ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে  ঢেউটিন বিতরণ মানিকগঞ্জে আল ফালাহ যুব সংঘের উদ্যোগে বিনামূল্যে ব্লাড গ্রুপ ও ডায়াবেটিস নির্নয় ক্যাম্পিং অনুষ্ঠিত। মানিকগঞ্জে ছাত্র-জনতার শহীদি মার্চ অনুষ্ঠিত মানিকগঞ্জে হত্যা মামলায় মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামী হৃদয় গ্রেপ্তার মানিকগঞ্জের মহাদেবপুর ইউনিয়ন সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতির অভিযোগ মানিকগঞ্জে যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঐক্যফ্রন্টে অনৈক্য : বিএনপির যুক্তি শোনার অপেক্ষায় ড. কামাল

  • প্রকাশের সময় : শনিবার, ৫ জানুয়ারী, ২০১৯
  • ১২৯১ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী দুই প্রার্থীর সংসদে অংশগ্রহণ করার বিষয়ে গণফোরামের ইতিবাচক সিদ্ধান্তে ভাঙনের সুর বেজে উঠেছে জাতীয় ঐক্যফ্রন্টে। ফ্রন্টের শরিক পাঁচ দলের মধ্যে বিএনপিসহ বাকি চার দলের নেতারা মনে করছেন, সমন্বিতভাবে একাদশ জাতীয় সংসদের ফল প্রত্যাখ্যান এবং পুনর্র্নিবাচনের দাবি তোলার পর সংসদে অংশ নেওয়ার সিদ্ধান্তে সন্দেহ সৃষ্টি হওয়া স্বাভাবিক। তবে ফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন বলেন, শনিবার (৫ জানুয়ারি) গণফোরামের বর্ধিত সভায় তার বক্তব্য দলের প্রাথমিক সিদ্ধান্ত। বিএনপিসহ ফ্রন্টের শরিক দলগুলো যুক্তি দিয়ে আপত্তি জানালে তিনি সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন।

ঐক্যফ্রন্টের শরিক নেতারা গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনকেও অবিশ্বাস করছেন। তাদের ভাষ্য, ফ্রন্টের ঐক্যবদ্ধ সিদ্ধান্তের বাইরে গিয়ে গণফোরামের সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির খান শপথ নিলে স্বাভাবিকভাবেই ঐক্যফ্রন্টের ঐক্যে প্রভাব পড়বে এবং ভাঙন ধরবে। এ অবস্থায় জাতীয় ঐক্যফ্রন্টের আগামী বৈঠক উত্তপ্ত হওয়ার ইঙ্গিত দিয়ে রেখেছেন শরিক দলগুলোর নেতারা।

জানতে চাইলে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্টের বাকি শরিকরা যদি যুক্তি দিয়ে বিষয়টি উত্থাপন করেন, তাহলে তিনি প্রাথমিক সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন। আলোচনা সাপেক্ষে চূড়ান্ত হবে। সিদ্ধান্ত নেবো সবার সঙ্গে আলোচনা করার পর। বিএনপি যদি জানায়, যে কেন তারা যাবে না, যুক্তি দিয়ে, ভালো উদাহরণ দিয়ে বললে নিশ্চয়ই সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে।’

জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম উদ্যোক্তা ডা. জাফরুল্লাহ চৌধুরী সংসদে যাওয়ার পক্ষে ব্যক্তিগতভাবে একমত থাকলেও ঐক্যফ্রন্টের পরবর্তী বৈঠকের আগে কোনও মন্তব্য করতে রাজি নন। তিনি বলেন, ‘আরও এক থেকে দুই সপ্তাহ সময় লাগবে। পুরো বিষয়টা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করতে হবে।’

জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আমি তো মনে করি, সংসদে যাওয়া এবং সংসদের বাইরেÍ দুই অবস্থাতেই জাতীয় ঐক্যফ্রন্টকে আন্দোলন করা উচিত। সংসদে গিয়ে সরকারের নীতিগুলোর সমালোচনা করার সুযোগ কেন হারাতে হবে? নির্বাচন কেমন হয়েছে, তা আমরা ভালো করে জানি এবং দেশবাসীও জানে। কিন্তু বাস্তবতা এটাই যে, এই নির্বাচন সুষ্ঠু হয়নি। উপরে অংশগ্রহণমূলক হলেও আদতে কারচুপি হয়েছে।’

জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গণফোরামের দুজন সদস্য শপথ নিলে তা হবে আত্মঘাতী। বিশেষ করে বিতর্কিত নির্বাচনের পর ফল প্রত্যাখ্যান করে সংসদে গেলে রাজনীতিরই আর কী থাকে! সেক্ষেত্রে নতুন নির্বাচনের দাবি করার পাশাপাশি রাজপথে শক্ত প্রতিরোধ গড়ে না তুলে সংসদে অংশ নিলেও ফল প্রত্যাখ্যানের কোনও যৌক্তিকতা থাকে না।

শনিবার বিকেলে রাজধানীর একটি মিলনায়তনে গণফোরামের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সে সভায় দলের সদস্যরা সংসদে অংশ নেওয়ার বিরোধিতা করলেও বিজয়ী দুজন প্রার্থী পক্ষে মত দিয়েছেন। ড. কামাল হোসেন বলেছেন, ‘সুনির্দিষ্ট আলোচনা করে সংসদে যাওয়ার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেবো। আমার ধারণা, আমরা ইতিবাচক সিদ্ধান্ত নেবো। তারা অনেক প্রতিযোগিতা করে নির্বাচিত হয়েছেন। গণফোরামের পক্ষ থেকে আমরা তাদের অভিনন্দন জানিয়েছি।’ তিনি এ-ও বলেন, ‘তাদের দুই প্রার্থী নিজেদের অর্জনকে ধরে রেখে অর্থপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে গণফোরাম মনে করে।’

তার এই বক্তব্যের প্রেক্ষিতে জাতীয় ঐক্যফ্রন্টের অন্তত পাঁচজন নেতা বিষয়টিকে নেতিবাচক হিসেবে দেখেছেন। তবে ফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘কোনও প্রভাব পড়বে কিনা, সেটা পরে দেখা যাবে। গণফোরাম কী সিদ্ধান্ত নিয়েছে, তা হয়তো আমরা দেখে বলবো। কিন্তু আমাদের সঙ্গে গণফোরামের আলোচনা হয়েছে, আমাদের মহাসচিবের সামনেই তো ড. কামাল হোসেন নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন। মহাসচিব তো সামনেই ছিলেন। তারা তাদের দলীয় মিটিং করেছেন। তাদের সিদ্ধান্ত আমরা জেনে এরপর আমরা আমাদের অবস্থান জানাবো।’

ফ্রন্টের শরিক, জাতীয় সমাজতান্ত্রিক দলÍজেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন বলছেন, ‘আমরা তো শুনেছি গণফোরামের দুজন সদস্য সংসদে যাবেন। ঐক্যফ্রন্টের নীতিগত সিদ্ধান্ত তো না যাওয়ার। এটাই কথা ছিল। কিন্তু এখন কেন গণফোরাম যাওয়ার কথা বলছেন, সেটা তারাই বলুক। তাদের সিদ্ধান্তে ঐক্যফ্রন্টে প্রভাব ফেলবে।’

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘গণফোরামের সদস্যরা সংসদে অংশ নিলে তো ঐক্যফ্রন্টে তো প্রভাব পড়বেই। ড. কামাল হোসেন তো নিজেই নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছেন। এখন আগামী বৈঠকে তিনি কী বলেন, দেখি।’

জানা গেছে, ঐক্যফ্রন্টের পরবর্তী বৈঠক কবে হবে, তা এখনও ঠিক হয়নি।

জাতীয় ঐক্যফ্রন্টের কয়েকজন নেতা জানান, ড. কামালের বক্তব্যের প্রেক্ষিতে অবিশ্বাস তৈরি হয়েছে। এই অবিশ্বাস শেষ পর্যন্ত ঐক্যফ্রন্টের ঐক্যে প্রভাব ফেলবে। কোনও কোনও নেতার ধারণা, সংসদে যেতে বিএনপি ও ঐক্যফ্রন্টের সহমর্মী বিদেশি বন্ধুরাষ্ট্রগুলোও চাইছে নির্বাচিত সাতজন বিজয়ী সংসদে অংশগ্রহণ করুক। গতকাল শুক্রবার (৪ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনের বিষয়ে আদ্যোপান্ত তুলে ধরেন। সেই বৈঠকেও রাষ্ট্রদূতের পক্ষ থেকে সংসদে অংশগ্রহণের পক্ষে তাগিদ দেওয়া হয়েছে।

তবে বিএনপির একজন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বলেন, ‘সংসদে যেতে এখন পর্যন্ত কোনও বিদেশি বন্ধুরাষ্ট্র বা প্রতিষ্ঠান বিএনপিকে উৎসাহ দিয়েছেÍ এমন কোনও তথ্য আমরা জানা নেই। এই সংসদে অংশগ্রহণ করার মধ্য দিয়ে ২০১৪ সালের একতরফা সরকার এবং একাদশ নির্বাচনকে বৈধতা দেওয়া হবে কিনা, এটা নিশ্চয়ই বিএনপির হাইকমান্ড ভাববে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, অংশগ্রহণ করা উচিত নয়।’

সংসদে অংশগ্রহণ ও নির্বাচিত বিএনপির পাঁচজনের শপথ নেওয়ার কোনও প্রশ্নই আসে নাÍ গত ৩১ ডিসেম্বরই বিএনপির স্থায়ী কমিটির দুজন সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও আমীর খসরু মাহমুদ চৌধুরী এমন স্পষ্ট অবস্থান কাছে জানান। গত ৩ জানুয়ারি মির্জা ফখরুল নিজেই জানান, ঐক্যফ্রন্টের সাতজন বিজয়ী শপথ গ্রহণ করবেন না।

দুজন বিজয়ী প্রার্থীর সংসদে অংশগ্রহণ নিয়ে ইতিবাচক গণফোরামÍবিষয়টি সম্পর্কে জানতে চাইলে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও দলের সভাপতি ড. কামাল হোসেন বলেন, ‘আমি মনে করি বাইরে থেকে সমালোচনার চেয়ে সংসদের ভেতরে গিয়ে অনেক তথ্য জানা যায়, আসল ঘটনাগুলো কীভাবে চলছে, কুকর্মগুলো সম্পর্কে জানার সুযোগ থাকে, সে কারণে আমি ইতিবাচক। এটা আমাদের প্রাথমিক সিদ্ধান্ত।’

শেষ পর্যন্ত গণফোরামের দুই বিজয়ী সংসদে অংশ নিলে ঐক্যফ্রন্টে কী প্রভাব পড়বে, এমন প্রশ্নের উত্তরে কামাল হোসেন বলেন, ‘পড়তে পারে। তবে এটা নির্ভর করছে আমরা কীভাবে বক্তব্য দেবো, সেটার ওপর। আমরা তো এটা বলছি না, যে ঐক্যফ্রন্টের অন্যরা ভুল করছে। আমরা কীভাবে বক্তব্য রাখবো, এর ওপর নির্ভর করছে, কী ফলাফল হবে।’

গত ৩ জানুয়ারি গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত ধানের শীষ প্রতীকে নির্বাচন করা প্রার্থীদের বৈঠকে সিদ্ধান্ত হয় শপথ না গ্রহণের। সে বৈঠকে কামাল হোসেন উপস্থিত ছিলেন। এ কারণে বৈঠকে গৃহীত সিদ্ধান্তের বিষয়ে কামাল হোসেন বলেন, ‘যে বৈঠক হয়েছে, আহ্বায়ক হিসেবে তো আমি ছিলাম না। তারা মিটিং করেছেন সারাদিন।’

জাতীয় ঐক্যফ্রন্টের আগামী বৈঠক কবে হবেÍ এমন প্রশ্নের জবাবে কামাল হোসেন বলেন, ‘আপাতত জানি না। ঠিক হলে নিশ্চয়ই জানবো।’

প্রসঙ্গত, ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শরিক বিএনপির ধানের শীষ প্রতীকে ছয়জন ও গণফোরামের উদীয়মান সূর্য প্রতীকে একজন নির্বাচিত হন। বাকি সদস্যরা শপথ নিলেও (জাপা চেয়ারম্যান এরশাদ ছাড়া) ঐক্যফ্রন্টের কোনও বিজয়ীই এখন পর্যন্ত শপথ নেননি।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury