স্টাফ রিপোর্টার: মানিকগঞ্জে মাটিভর্তি ট্রাকচাপায় এক চিকিৎসক মারা গেছে। বৃহস্প্রতিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের তরা ব্রীজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. মোঃ লুৎফর রহমান জানান, নিহত চিকিৎসক মঞ্জুর আলম খান (৪২) দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু বিশেষজ্ঞ পদে কর্মরত ছিলেন। তার বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার নিলাম্বরপট্টি এলাকায়। তিনি ২৫তম বিসিএস এর মাধ্যমে সরকারী চাকুরীতে যোগদান করেন। প্রত্যক্ষ দর্শীরা জানায়, একটি মোটর সাইকেলযোগে ওই চিকিৎসক আরিচা অভিমুখে যাওয়ার পথে কালীগঙ্গা নদী থেকে একটি মাটিভর্তি ট্রাক হঠাৎ মহাসড়কে উঠে তাকে চাপা দেয়। মারাতœক আহত অবস্থায় তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে তাকে স্থানান্তর করে সাভার এনাম মেডিকেল কলেজে নেয়া হলে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। ডা. মঞ্জুর আলম খান স্ত্রী, দুই শিশু পুত্র এবং এক শিশু কন্যা রেখে গেছেন। তিনি মানিকগঞ্জ জেলা শহরের বেউথা এলজিইডি সংলগ্ন আবাসিক এলাকায় একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন। তিনি সকালে মানিকগঞ্জ থেকে মোটরসাইকেল যোগে তার কর্তব্যস্থল দৌলতপুরে যাচ্ছিলেন।