মো: আরিফ হোসেন:
আগামী ১৯ জানুয়ারী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে মানিকগঞ্জের সংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। বুধবার সকালে জেলা সিভিল সার্জনের আয়োজনে মানিকগঞ্জ প্রেসক্লাবের হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
সভায় সিভিল সার্জন অফিসের ডা:সালমুন নাহার, মেডিকেল অফিসার ডাঃ উত্তম কুমার সরকার, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারন সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সাবেক সভাপতি সুরুয খান, জেলা সাংবাদিক সমিতির সাবেক সভাপতি সাব্বিরুল ইসলাম সাবু, মতিউর রহমান, সহ সভাপতি কাবুল উদ্দিন খান, যুগ্ন সাধারন সম্পাদক বিএম খোরশেদ, সহ সম্পাদক মনিরুল ইসলাম মিহির, দপ্তর সম্পাদক ও দৈনিক আমার নিউজের সম্পাদক ও প্রকাশক মো: আকরাম হোসেনসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এবছর মানিকগঞ্জে ১৬৯৩টি স্বাস্থ্য কেন্দ্রে ৩ হাজার ৩৮৬ জন স্বেচ্ছাসেবক ১ লক্ষ ৮৪ হাজার ৩৬০জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।