1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:০২ অপরাহ্ন

আবার অন্বেষা, এবার সঙ্গে বেলাল খান (ভিডিও)

  • প্রকাশের সময় : রবিবার, ২৭ জানুয়ারী, ২০১৯
  • ১৫৬২ বার দেখা হয়েছে

কলকাতার গায়িকা অন্বেষা। বলিউডে যার গান নিয়মিত পাওয়া যায়। এবার গাইলেন তিনি বাংলাদেশি গায়ক বেলাল খানের সঙ্গে।

নাম ‘বেঁচে থাকার জন্যে’। গানটি লিখেছেন জুলফিকার রাসেল। এর মাধ্যমে দ্বিতীয়বারের মতো এই গীতিকবির লেখায় গাইলেন অন্বেষা।

গানের কথাগুলো এমন- ‘বেঁচে থাকার জন্যে, দু’হাত রাখার জন্যে, অভিমানের জন্যে, কেউ একজন লাগে।’ এর সুর করেছেন বেলাল নিজেই। আর সংগীতায়োজনে আছেন মীর মাসুম। গানটির ভিডিওতে মডেল হয়েছেন পার্শা ইভানা ও মুসফিক ফারহান। পরিচালনা করেছেন ভিকি জাহেদ। গতকাল (২৬ জানুয়ারি) এটি ধ্রুব মিউজিক স্টেশনে অবমুক্ত হয়েছে।

নিজের নতুন গান প্রসঙ্গে বেলাল বলেন, ‘গানটির কথা অসাধারণ। সুর, সংগীত ও গায়কীতে আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। অন্বেষাও দারুণ গেয়েছেন। গানের সঙ্গে মিল রেখে সুন্দর মিউজিক ভিডিও হলো। বলা যায়, একটি পূর্ণাঙ্গ প্যাকেজ এই গানটি।’

এর আগে অন্বেষা সংগীতশিল্পী ইমরান মাহমুদুলের সঙ্গে একই গীতিকবির কথা কণ্ঠে তুলেছেন। ‘লাগে বুকে লাগে’ শিরোনামের সেই গানটি বেশ প্রশংসিত হয়। নতুন গানটি ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেল ছাড়াও শুনতে পাওয়া যাচ্ছে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury